গণতান্ত্রিক ব্যবস্থার ঘাটতির কারণে দেশে বাড়ছে দুর্নীতি

সোমবার, ০৮ ফেব্রুয়ারি ২০২১ | ৫:০৬ অপরাহ্ণ

গণতান্ত্রিক ব্যবস্থার ঘাটতির কারণে দেশে বাড়ছে দুর্নীতি
apps

জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ঘাটতির কারণে দেশে দুর্নীতি বেড়েই চলেছে। বিশ্ব সংস্থাগুলোর মানদন্ডে যখন বাংলাদেশকে দুর্নীতিবাজ দেশ হিসেবে পরিচিত করা হয় তা জাতির জন্য লজ্জাজনক।

এমন সংবাদে বিশ্বের কাছে আমাদের মাথা হেঁট হয়ে যায়। গতকাল পার্টির বনানী কার্যালয়ে দলের অতিরিক্ত মহাসচিবদের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় পার্টি দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে রাজনীতি করছে। কোন ভয়, লোভ বা মোহের কাছে জাতীয় পার্টি কখনো মাথা নত করবে না। জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু , অতিরিক্ত মহাসচিব গোলাম কিবরিয়া টিপু প্রমুখ বক্তব্য রাখেন।

Development by: webnewsdesign.com