গত ১৪ জুন মঙ্গলবার বিকাল ৩ঃ০০ ঘটিকায় গংগাচড়া উপজেলা পরিষদ হল রুমে গংগাচড়া উপজেলার সদর ইউনিয়নে বাংলাদেশ কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গংগাচড়া উপজেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব রজব আলীর সঞ্চালনায় ও আহবায়ক বাবু দেবদাস বর্মন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গংগাচড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রুহুল আমিন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- রংপুর জেলা কৃষক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব শহিদুল ইসলাম দুখু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন–উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম,রংপুর জেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম-আহবায়ক বাবু ভুপেন্দ্রনাথ সরকার,গংগাচড়া উপজেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম-আহবায়ক আব্দুল মোত্তালিব মিঠু,হাফিজুর রহমান লিটন,শামসুজ্জামান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য বুলবুল আহমেদ,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল পাভেল,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক,সাধারণ সম্পাদক শামসুজ্জামান লিজু। এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য আনিছুর রহমান আনিস, ছাত্র লীগ,যুব লীগ,সেচ্ছাসেবক লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও কৃষক লীগের নেত্রীবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠানের উদ্বোধন করেন রংপুর জেলা কৃষক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক বাবু প্রাণ কৃষ্ণ গোস্বামী পান্নু।
প্রধান অতিথি ও প্রধান বক্তার বক্তব্যে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের কথা তারা উল্লেখ করেন। সরকারের সকল উন্নয়ন মূলক কাজে জামায়াত,বিএনপি বিভিন্ন কৌশলে বাধা সৃষ্টি করতে পারে এবং তা রুখে দাড়াতে দলের সকল স্তরের নেতা-কর্মীদের সজাগ থাকার আহবান করেন। পরিশেষে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে রংপুর -১ আসনে নৌকার এমপি চেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোরালো দাবি করেন । সর্বশেষ উপস্থিত সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে সিভি নিয়ে যাচাই-বাছাই করে কমিটি প্রদানের কথা বলে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।
Development by: webnewsdesign.com