সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচার একটি ছবি। যে ছবির কারণে এবার নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছেন তিনি।
ছবিতে দেখা গেছে, নুসরত উন্মুক্ত শরীরে জড়িয়ে রয়েছে গাঢ় সবুজ রঙের পোশাক। পোশাকের একদিক সম্পূর্ণ ঢাকা হলেও, উল্টোদিকে নুসরাতের শরীরী অবয়ব প্রকাশ পাচ্ছে। থাই স্লিট উঠে গেছে কোমর পর্যন্ত।
ছবিতে পোশাক ছাড়াও আরও একটি জিনিস নজর কেড়েছে নেটিজেনদের। নায়িকার শরীরে করা একটি ট্যাটুর সামান্য অংশ ধরা পড়েছে ছবিতে। আর তা দেখে চোখ এড়ায়নি ভক্তদের। অনেকে তাকে প্রশংসা করলেও, কটাক্ষের বাণে বিদ্ধ হতে হচ্ছে অভিনেত্রীকে।
প্রসঙ্গত, লাভ রঞ্জনের ‘পেয়ার কে পাঞ্চনামা’ ও ‘সোনু কি তিত্তু কি সুইটি’ ছবি থেকে জনপ্রিয় হয়েছিলেন নুসরাত। ২০১৯ সালে আয়ুষ্মান খুরানার বিপরীতে ড্রিম গার্ল ছবিতেও দেখা যায় তাকে। এই মুহূর্তে নুসরতের ঝুলিতে রয়েছে হংশন মেহতার ডার্ক কমেডি ছলাং। এই ছবিতে তার বিপরীতে রয়েছেন রাজকুমার রাও। আগামী ১৩ মার্চ এই ছবি মুক্তি পাবে।
Development by: webnewsdesign.com