খেলবে না প্রস্ত্ততি ম্যাচ বাংলাদেশ দল

শনিবার, ২৩ এপ্রিল ২০২২ | ৩:১৮ অপরাহ্ণ

খেলবে না প্রস্ত্ততি ম্যাচ বাংলাদেশ দল
apps

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ শেষ হবে ২৮ এপ্রিল। তারপর ঈদুল ফিতরের ছুটি পাবেন ক্রিকেটাররা। ছুটি কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজের জন্য বাংলাদেশ দলের ক্যাম্প শুরু হওয়ার কথা ৮ মে। সফরকারী দল ঢাকায় এসে ১০-১১ মে বিকেএসপিতে প্রস্ত্ততি ম্যাচ খেলবে। তবে বাংলাদেশ দল কোনো প্রস্ত্ততি ম্যাচ খেলবে না।

সাদা বলের ক্রিকেট থেকে লাল বলের সিরিজের আগে অনুশীলনের মাধ্যমেই প্রস্ত্তত হবেন মুমিনুল-তামিমরা। এখন পর্যন্ত প্রস্ত্ততি ম্যাচের কোনো পরিকল্পনা হয়নি। তবে বিকেএসপিতে লঙ্কানদের প্রস্ত্ততি ম্যাচে বিসিবি একাদশের হয়ে টেস্ট দলের কয়েক জন ক্রিকেটার খেলতে পারেন। প্রথম টেস্টের ভেন্যু চট্টগ্রামেই শুরু হবে বাংলাদেশের দলগত অনুশীলন।

গতকাল জানতে চাইলে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘প্রস্ত্ততি ম্যাচ নেই। সবাই পেশাদার ক্রিকেটার। ভিন্ন ফরম্যাট, সাদা বল থেকে লাল বল যা-ই বলেন, আশা করি সবাই মানিয়ে নিতে পারবে। আর টানা অনুশীলন হবে। অনুশীলনে ম্যাচ পরিস্হিতি বিবেচনায় কাজ হবে। শ্রীলঙ্কার প্রস্ত্ততি ম্যাচের জন্য একটা দল দেব আমরা।’

Development by: webnewsdesign.com