খেলনা পিস্তল দেখিয়ে চাঁদাবাজি, ভুয়া র‍্যাব কর্মকর্তা আটক

বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২০ | ১০:২৫ অপরাহ্ণ

খেলনা পিস্তল দেখিয়ে চাঁদাবাজি, ভুয়া র‍্যাব কর্মকর্তা আটক
apps

কুমিল্লার আলেখারচরে খেলনা পিস্তল দেখিয়ে চাঁদাবাজির সময় এক ভুয়া র‍্যাব কর্মকর্তাকে আটক করা হয়েছে। এ সময় সেনাবাহিনীর পোশাক পড়া ছবি ও নকল আইডি কার্ড উদ্ধার করে র‌্যাব।
মঙ্গলবার রাতে সদর উপজেলার আলেখারচরে একটি হোটেলে চাঁদাবাজির সময় মো. মোশারফ হোসেন ওরফে রঞ্জুকে আটক করে র‌্যাব। সে বুড়িচং উপজেলার কংশনগরের নজরুল ইসলামের ছেলে।

বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুস সাকিব।

তিনি জানান, আটক রঞ্জু আলেখারচরের যমুনা আবাসিক হোটেলের ম্যানেজারের কাছে নিজেকে র‌্যাব পরিচয় দিয়ে চাঁদা দাবি করেন। সন্দেহ হওয়ায় হোটেল ম্যানেজার এবং কুমিল্লা র‌্যাব কার্যালয়ে কল করেন। তাৎক্ষণিক অভিযান চালিয়ে একটি খেলনা পিস্তল, সেনাবাহিনীর পোশাক পড়া ফটোশপড ছবি, নকল আইডি কার্ড, দুটি মোবাইলসহ তাকে আটক করা হয়।

মেজর নাজমুস সাকিব আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ স্বীকার করেছে ওই ব্যক্তি। তার বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করা হয়েছে।

Development by: webnewsdesign.com