খুলনায় ভুয়া কাগজে জামিন, আইনজীবী কারাগারে

বুধবার, ২২ জানুয়ারি ২০২০ | ৮:১২ অপরাহ্ণ

খুলনায় ভুয়া কাগজে জামিন, আইনজীবী কারাগারে
apps

হাইকোর্টের জামিন আদেশের ভুয়া কাগজ দেখিয়ে খুলনায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামির জামিন করানোয় এক আইনজীবীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার দুপুরে আইনজীবী আরাফাত হোসেন খুলনা মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।

 

 

বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম বলেন, মামলার এজাহারে নাম না থাকলেও তদন্তে আরাফাত হোসেনকে ফাঁসানো হয়েছে।

২০১৮ সালের ৩০ মার্চ হাইকোর্টের ভুয়া জামিন আদেশের কাগজ দেখিয়ে নারী ও শিশু নির্যাতন দমন মামলার আসামী রবিউল ইসলামের জামিন করান ওই আইনজীবী। পরে বাদী পক্ষ সঠিক কাগজ উপস্থাপন করলে জালিয়াতির বিষয়টি জানাজানি হয়। ওই ঘটনায় মামলা করেন নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো. রেজাউল করিম। তদন্ত শেষে আইনজীবী আরাফাত হোসেনকে আসামি করে আদালতে চার্জশিট দেয় পুলিশ।

খুলনা সদর থানার ওসি আসলাম বাহার বুলবুল বলেন, আইনজীবী আরাফাত হোসেন অপরাধমূলক কাজ করেছেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Development by: webnewsdesign.com