খুলনার দিঘলিয়া উপজেলায় ইয়াসিন শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (২৫ জুলাই) দিনগত রাতে উপজেলার সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল গ্রামে তাকে কুপিয়ে ফেলে রাখা হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরে তার মৃত্যু হয়। নিহত ইয়াসিন শেখ চন্দনীমহল মোল্লাপাড়ার নিজাম শেখের ছেলে। তিনি সেনহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী ফারহানা হালিমার সমর্থক ছিলেন।
নিহতের পরিবারের দাবি, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাতে কেউ ইয়াসিনকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রিপন কুমার সরদার বলেন, দুর্বৃত্তদের গ্রেফতারে পুলিশের অভিযান শুরু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Development by: webnewsdesign.com