খুলনার পাইকগাছা উপজেলায় এক ব্যবসায়ীকে গলা কেটে খুন করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৬ জুন) পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে উপজেলার দেলুটি ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি দেলুটির ফুলবাড়ি গ্রামের অনুকূল মণ্ডলের ছোট ছেলে অনুপ মণ্ডল (২৫)। তিনি মসলার ব্যবসা করতেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, অনুপ রোববার রাতে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। পরে সোমবার ভোরে বাড়ির পাশের একটি পরিত্যক্ত ভিটায় মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Development by: webnewsdesign.com