খুন,ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধের দাবীতে মৌলভীবাজারে মানববন্ধন

বুধবার, ১৪ অক্টোবর ২০২০ | ৭:৫২ অপরাহ্ণ

খুন,ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধের দাবীতে মৌলভীবাজারে মানববন্ধন
apps

সারাদেশে খুন, ধর্ষণ, নারী নির্যাতন ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে, মৌলভীবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে জাতীয় যুব সংহতি মৌলভীবাজার জেলা শাখা।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ২ ঘটিকায় মৌলভীবাজার চৌমোহনা পয়েন্টে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় যুব সংহতি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বেলায়েত আলী খান জুয়েল এর সভাপতিত্বে ও জেলা শাখার সাধারণ সম্পাদক এম এ মালিকের সঞ্চালনায় মানববন্ধন প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টি মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, সহ সাধারণ সম্পাদক মিজানুর রব, যুব সংহতির সিনিয়র সহ সভাপতি বদরুল হাসান জুসেফ।

এছাড়াও বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক এনামুল হক তালুকদার ,জেলা ছাত্র সমাজের আহবায়ক ওয়াজিউল মেহদি ,জেলা যুব সংহতি যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল আলম মুর্শেদ, ,সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সাঈদী, ডাঃআব্দুল আজিজ প্রমুখ।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যের কারণে বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। দেশব্যাপী ধর্ষণ, হত্যা বন্ধের জন্য পাশ হওয়া আইন বাস্তবায়নের দাবী জানানো হয়।

এছাড়া সিলেটে পুলিশ হেফাজতে রায়হানকে নির্যাতন করে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে সুষ্ঠ বিচারের আহবান জানান বক্তারা।

Development by: webnewsdesign.com