খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হবে..

মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১ | ৩:৪১ অপরাহ্ণ

খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হবে..
apps

করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে হাসপাতালে নেওয়া হবে।

স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হবে বলে সময় নিউজকে নিশ্চিত করেছন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন।

খালেদা জিয়াকে হাসপাতালে যাতায়াতে নিরাপত্তার ব্যবস্থা করতে বিএনপির পক্ষ থেকে পুলিশকে চিঠি দেওয়া হয়েছে।

ডা. জাহিদ জানান, খালেদা জিয়াকে রাত ৮টার দিকে হাসপাতালে নেওয়া হবে।

এর আগে গত শনিবার (২৪ এপ্রিল) খালেদা জিয়ার দ্বিতীয় করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসার কথা জানান তার চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকী।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে গত ১০ এপ্রিল তিনি নমুনা দেন। ওই রাতেই ফল পজিটিভ আসে। পরদিন বিকেলে জরুরি সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Development by: webnewsdesign.com