বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী শনিবার (১৫ ফেব্রুয়ারি) সারাদেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বিএনপি।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিএনপির প্রধান কার্যালয় নয়া পল্টনে খালেদা জিয়ার দুই বছর কারাবাস উপলক্ষে আয়োজিত সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
সমাবেশে মির্জা ফখরুল বলেন, বেগম জিয়াকে মুক্তি দিতে সরকারকে বাধ্য করা হবে। এটাই এখন বিএনপি’র প্রধান লক্ষ্য।
সরকারের সমালোচনা করে ফখরুল আরো বলেন, এ সরকার দেশ চালাতে ব্যর্থ হয়েছে। ক্ষমতা থেকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। অন্যথায় জনগণের উত্তাল তরঙ্গে সব ভেসে যাবে।
সমাবেশে থেকে মির্জা ফখরুল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১৫ ফেব্রুয়ারি সারাদেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন।
Development by: webnewsdesign.com