খামারীদের বাঁচাতে ৬০ টাকায় দুধ কেনার আহ্বান

শনিবার, ১৭ অক্টোবর ২০২০ | ৮:৫৬ অপরাহ্ণ

খামারীদের বাঁচাতে ৬০ টাকায় দুধ কেনার আহ্বান
apps

খামারীদের অস্তিত্ব রক্ষার্থে প্রতি লিটার দুধের দাম ৬০ টাকা করার দাবি উঠেছে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা ডেইরী ফার্মারস এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায়।

গো-খাদ্যের উচ্চ মূল্যসহ খামারের আনুষাঙ্গিক খরচ বেড়ে যাওয়ায় দুধের মূল্য নির্ধারণ বিষয়ক উক্ত আলোচনা সভা শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার চরলক্ষ্যা এইচটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে।

কর্ণফুলী উপজেলা ডেইরী ফার্মারস এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি হারুন চৌধুরী নেভীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ডেইরী ফার্মারস এসোসিয়েশনের সভাপতি ও বিভাগীয় ডেইরী ফার্মারস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন হায়দার।

সাধারণ সম্পাদক মোহাম্মদ ফোরকানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পশ্চিম পটিয়া ডেইরী এসোসিয়েশনের সাবেক সভাপতি নুরুল আবছার চৌধুরী, প্রধান বক্তা চট্টগ্রাম জেলা ডেইরী ফার্মারস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মালিক মোহাম্মদ ওমরসহ ডেইরী ফার্মারসের নেতৃবৃন্দরা।

এ সময় বক্তারা বলেন, আমাদের খামারীরা দীর্ঘদিন যাবৎ গরুর খাঁটি দুধ সরবরাহ করে আসছে। করোনা পরিস্থিতির কারণে খামারীরা অস্বাভাবিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। করোনার প্রথম দিকে অর্থাৎ মার্চ-এপ্রিল মাসে দুধ বিক্রি না হওয়ায় আমাদের উৎপাদিত দুধ ফেলে দিতে হয়েছে।

দুধ বিক্রি না হওয়ায় গরুর খাদ্য ও চিকিৎসা সংকটে পড়েছে অনেক খামারী। অনেক খামারের দুগ্ধ উৎপাদন চার ভাগের এক ভাগে নেমে এসেছে। যা আর কোনভাবে পুনরুদ্ধার করা যাচ্ছে না।

বক্তারা আরো বলেন, বৈশ্বিক আবহাওয়ার পরিবর্তনের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন খামারে ম্যাসটাইটিস, লাম্পি স্কিনসহ বিভিন্ন রোগ বৃদ্ধি পেয়েছে ও গাভী গর্ভধারনের হারও কমে যাচ্ছে। বর্তমানে চাল, ডাল, আলু ও পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাওয়ায় খামারীদের জীবন ধারণের খরচও অনেক বেড়ে গেছে।

বর্তমান প্রতি লিটার উৎপাদন খরচ প্রায় ১৫ থেকে ১৮ টাকা বেড়ে যাওয়ায় খামার পরিচালনা করতে হিমশিম খাচ্ছে। খামারীদের অস্তিত্ব রক্ষার্থে প্রতি লিটার দুধের দাম ৬০ টাকা করার দাবিও জানান বক্তারা।

Development by: webnewsdesign.com