খাদ্যশস্য রফতানিতে ইউক্রেন প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কেবল চালান পাঠাতে জাতিসংঘ ও তুরস্কের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে কিয়েভ। শুক্রবার কৃষ্ণসাগরীয় একটি বন্দর পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন। খবর এপি নিউজের।
শুক্রবার (২৯ জুলাই) নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়া-ইউক্রেন শস্য রফতানি চুক্তির প্রশংসা করে দ্রুত বাস্তবায়নের তাগিদ দেয়া হয়।২৪ ফেব্রুয়ারি রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর কিয়েভের বাইরে ওদেসার চেরনোমোর্স্ক বন্দর পরিদর্শনে যান ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি। পরিদর্শনে গিয়ে খাদ্যশস্য রফতানিতে ইউক্রেন প্রস্তুত বলে তিনি জানান। জেলেনস্কি বলেন, কেবল অংশীদারদের কাছ থেকে পরিবহন শুরুর সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে তার দেশ।
জেলেনস্কি বলেন, আমাদের দিক থেকে আমরা পুরোপুরি প্রস্তুত। ইতোমধ্যে বন্ধুরাষ্ট্র ও অংশীদারদের কাছে সংকেত পাঠিয়েছি। কেবল জাতিসংঘ ও তুরস্কের উত্তরের অপেক্ষায় রয়েছি।এ সময় বৈশ্বিক খাদ্য নিরাপত্তা নিশ্চয়তাদানকারী হিসেবে নিজেদের কার্যক্রম চালু রাখা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। এদিকে শুক্রবার নিরাপত্তা পরিষদের বেঠকে রাশিয়া-ইউক্রেন শস্য রফতানি চুক্তির প্রশংসা করে চুক্তি দ্রুত বাস্তবায়নের কথা উল্লেখ করা হয়। এদিন বিশেষভাবে ধন্যবাদ জানানো হয় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও তুরস্ক সরকারকে।
বিশ্বের গুরুত্বপূর্ণ গম সরবরাহকারী দেশ মস্কো ও কিয়েভ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে গেল পাঁচ মাস ধরে কৃষ্ণসাগর দিয়ে বাধাগ্রস্ত হয় শস্য রফতানি। গত সপ্তাহে তুরস্কের ইস্তাম্বুলে বন্দর দিয়ে শস্য রফতানি ফের শুরুর জন্য জাতিসংঘের মধ্যস্থতায় একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি সই করেছে রাশিয়া ও ইউক্রেন। রুশ হামলার পর বিশ্বে খাদ্যদ্রব্যের দাম বেড়ে যাওয়ায় সংকট নিরসনে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
Development by: webnewsdesign.com