রাওয়ালপিন্ডি টেস্টে ৩ রানের জন্য সেঞ্চুরি মিস করেন উসমান খাজা। তবে করাচিতে তার শতক আটকাতে পারেনি পাকিস্তান। খাজার ক্যারিয়ারের একাদশ সেঞ্চুরিতে প্রথম দিনটি নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া। দিন শেষে অজিদের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ২৫১ রান। খাজা ১২৭ এবং নাইটওয়াচম্যান নাথান লায়ন ০* রানে অপরাজিত থাকেন। বাজে পিচের কারণে রাওয়ালপিন্ডি টেস্ট শেষ হয় ম্যাড়মেড়ে ড্র দিয়ে। দুই ইনিংস মিলিয়ে পাকিস্তানের ২০ উইকেটের মধ্যে মাত্র ৪টি নিতে পারেন অজি বোলাররা। করাচিতে একাদশে পরিবর্তন এনেছে সফরকারী দল। নাথান লায়নের সঙ্গে স্পিন বিভাগে যুক্ত হয়েছেন অভিষিক্ত লেগস্পিনার মিচেল সুইপসন। অন্যদিকে পাকিস্তানের একাদশে ফিরেছেন হাসান আলী ও ফাহিম আশরাফ। টসে জিতে ব্যাটিং নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। প্রথম সেশনে পাকিস্তানি পেসারদের দারুণ সব ডেলিভারি সামলে রান তুলতে থাকেন উসামন খাজা-ডেভিড ওয়ার্নার। ওপেনিং জুটিতে ১০৯ বলেই আসে ৮২ রান। উইকেটের পেছনে মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ বানিয়ে ডেভিড ওয়ার্নারকে সাজঘরে ফেরান ফাহিম আশরাফ। ৪৮ বলে ৩ বাউন্ডারি ও ২ ছক্কায় ৩৬ রান করেন ওয়ার্নার। দলীয় ৯১ রানে দ্বিতীয় উইকেট খোয়ায় অস্ট্রেলিয়া। রানআউটে কাটা পড়েন মারনাস লাবুশেন (০)। এরপর স্টিভেন স্মিথের সঙ্গে প্রতিরোধ গড়ে তুলেন খাজা। তৃতীয় উইকেটে ১৫৯ রানের জুটি গড়েছেন দু’জন। ৬৪তম ওভারের পঞ্চম বলে সিঙ্গেল নিয়ে ১৯৩ বলে ক্যারিয়ারের একাদশ সেঞ্চুরি পূর্ণ করেন খাজা। আর ১২৯ বলে ৩৫তম টেস্ট ফিফটির দেখা পান স্মিথ। শেষ বেলায় ফাহিম আশরাফের দারুণ এক ক্যাচে হাসান আলীর শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। ২১৪ বলে ৭২ রানের ইনিংসটিতে ছিল ৭ বাউন্ডারির মার। সেঞ্চুরির পর খাজা বলেন, ‘আজ উইকেট খুবই ভালো ছিল। তবে এটা ধীরে ধীরে খারাপের দিকে যাবে। আমার মনে হয় দুই-তিন দিন ব্যাটিংয়ের উপযুক্ত থাকবে। আজ দ্বিতীয় সেশনের শুরুতেই বল রিভার্স সুইং করছিল। পেসারদের বিপক্ষে রান তোলা কঠিন করে দেয় এটা। শেষ সেশনে ওদের বোলারা আমাদের প্রলুব্ধ করার অনেক চেষ্টা করেছে। তবে আমরা ফাঁদে পা দিইনি। আমার পরিবারের সবার জন্মই করাচিতে, শুধু আমি ছাড়া। এটাই আমার বাড়ি। এখানে আমি বেড়ে উঠেছি। এখানে সেঞ্চুরি পাওয়া দারুণ ব্যাপার।’টস: অস্ট্রেলিয়া, ব্যাটিংঅস্ট্রেলিয়া ১ম ইনিংস: (প্রথম দিন শেষে) ৯০ ওভারে ২৫১/৩ (ওয়ার্নার ৩৬, খাজা ১২৭*, স্মিথ ৭২, লায়ন ০*; ফাহিম ১/৩২, হাসান ১/৩১)।
Development by: webnewsdesign.com