খাগড়াছড়ি পৌর শহরে আগুনে পুড়ে শিক্ষিকার মৃত্যু

মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারি ২০২১ | ১০:৫৫ পূর্বাহ্ণ

খাগড়াছড়ি পৌর শহরে আগুনে পুড়ে শিক্ষিকার মৃত্যু
apps

খাগড়াছড়ি পৌর শহরের কলেজ পাড়া এলাকায় আগুনে পুড়ে মাওস্রিজিতা দেওয়ান নামের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি খাগড়াছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার বাংলা বিষয়ের শিক্ষিকা।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার সময় আগুন ছড়িয়ে পড়ায় মাওস্রিজিতা ঘর বের হতে পারেননি। বাড়িতে তিনি একাই ছিলেন। তার মা ঢাকা ও বাবা গ্রামের বাড়িতে ছিলেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, তারা একটি আগুনে পোড়া মৃতদেহ উদ্ধার করেছেন। তবে আগুনের সূত্রপাত সর্ম্পকে এখনো জানা যায়নি।

Development by: webnewsdesign.com