খাগড়াছড়ির মা‌টিরাঙ্গায় বীর মুক্তিযোদ্ধার অসম্মা‌নে মানববন্ধন

বুধবার, ১৮ নভেম্বর ২০২০ | ১১:২৯ অপরাহ্ণ

খাগড়াছড়ির মা‌টিরাঙ্গায় বীর মুক্তিযোদ্ধার অসম্মা‌নে মানববন্ধন
apps

টিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের নতুন বাজা‌রের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান মঙ্গলবার (১৫ ন‌ভেম্বর) ভোর ৫টায় পরালোকগমন করেন। তার স্বজনরা তা‌কে তবলছড়ি বাজার কেন্দ্রীয় কবরস্থানে সমাধিত করতে গেলে কিছু প্রভাবশালী আবুল কাশেম সাবেক ইউপি চেয়ারম্যান বাধা প্রদান করে।

এঘটনার প্রতিবা‌দে বুধবার (১৮ নভেম্বর) সকালে, মাটিরাঙ্গা মুক্তিযোদ্ধা চত্তরের সামনে মনববন্ধন করেন বাংলাদেশ মুক্তি যোদ্ধা সংসদ কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড মাটিরাঙ্গা উপজেলা পৌর ও ইউিনয়ন শাখা।

মানবন্ধনে খাগড়াছ‌ড়ি জেলা সন্তান কমান্ডের সভাপ‌তি মো হারুন মিয়ার সভাপ‌তি‌ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সা‌বেক খাগড়াছ‌ড়ি জেলা কমান্ড রইছ উ‌দ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সা‌বেক মা‌টিরাঙ্গা উপ‌জেলা মু‌ক্তি‌যোদ্ধা কমান্ডার মনছুন আলী

মানবন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন যারা জীবন বাজি রেখে এ দেশকে স্বাধীন করেছেন বাংলার মাটিতে তাদের এমন অসম্মান এ‌দে‌শে কিছুতে ই মেনে নেওয়া হ‌বে না

মানবন্ধন শে‌ষে ম‌টিরাঙ্গা নির্বা‌হি অ‌ফিসার তৃলা দেব এর মা‌ধ্যেমে প্রধান ম‌ন্ত্রী বরাবর স্বারক লি‌পি প্রদান করেন বাংলাদেশ মুক্তি যোদ্ধা সংসদ কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড মাটিরাঙ্গা উপজেলা পৌর শাখা প্রতি‌নি‌ধি।

Development by: webnewsdesign.com