খতমে নবুওয়াত আন্দোলনের আমির মুফতি নূর হোসাইন নূরানী গ্রেফতার

শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১ | ১১:৫৫ পূর্বাহ্ণ

খতমে নবুওয়াত আন্দোলনের আমির মুফতি নূর হোসাইন নূরানী গ্রেফতার
মুফতি নূর হোসাইন নূরানী
apps

হেফাজত ইসলামের আন্দোলনে ভাংচুর-অগ্নিসংযোগের মামলায় খতমে নবুওয়াত আন্দোলন বাংলাদেশের আমীর ও হেফাজত নেতা মুফতি নূর হোসাইন নূরানীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে সদর উপজেলার মুন্সীরহাট এলাকার একটি মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু বকর সিদ্দিক জানান, সম্প্রতি জেলার সিরাজদিখান উপজেলায় হেফাজত ইসলামের আন্দোলনে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলায় ভাংচুর-অগ্নিসংযোগে নূর হোসাইন নূরানীর সম্পৃক্ততার অভিযোগে গোয়েন্দা শাখার পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে সে সদর থানা পুলিশের হেফাজতে আছে।

Development by: webnewsdesign.com