কয়েক সপ্তাহ ধরে অব্যাহত বৃষ্টি ও বন্যায় পাকিস্তানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮২ জনে। আহত হয়েছেন আরও অন্তত দুই শতাধিক। ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচ হাজারের বেশি ঘরবাড়ি। খবর রিপাবলিক ওয়ার্ল্ডের।পানিতে ডুবে আছে রাস্তাঘাট। তার মধ্যেই চলছে যানবাহন। পাকিস্তানে গত পাঁচ সপ্তাহ ধরে অব্যাহত রয়েছে ভারি বৃষ্টি। এতে বন্যা দেখা দিয়েছে বেলুচিস্তান, পাঞ্জাব ও সিন্ধু প্রদেশসহ আরও কয়েকটি অঞ্চলে।
বৃহস্পতিবার (২১ জুলাই) লাহোরেই সর্বোচ্চ ২৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এদিন প্রবল বর্ষণের পাশাপাশি বজ্রবৃষ্টিও দেখা দেয়। পানিতে তলিয়ে যায় শহরের নিম্নাঞ্চলের বহু বাড়িঘর। ডুবে যায় রাস্তাঘাট, বিঘ্নিত হয় গাড়ি চলাচল। এখনও বিদ্যুৎবিচ্ছিন্ন শহরটির প্রায় অর্ধেক এলাকা।পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার বরাত দিয়ে বার্তা সংস্থা এপি বলছে, গত কয়েক সপ্তাহে মৃতের সংখ্যা ছাড়িয়ে ২০০। এদের মধ্যে অর্ধেকই নারী ও শিশু। আহতও দুই শতাধিক। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে পাঞ্জাবে।দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, ভারি বৃষ্টিতে বিভিন্ন অঞ্চলে ক্ষতিগ্রস্ত হয়েছে সাড়ে পাঁচ হাজারের বেশি ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা।
Development by: webnewsdesign.com