জয়পুরহাটের ক্ষেতলালে বিয়ের ৫ মাস পর বাবার বাড়ি থেকে জান্নাতুন মাওয়া সুরভী (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার সন্ধ্যায় উপজেলার বড়তারা ইউনিয়নের বড়তারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জান্নাতুন মাওয়া সুরভী ওই গ্রামের রেজাউল মাস্টারের মেয়ে।স্থানীয়রা জানান, জান্নাতুন মাওয়া সুরভীর পাঁচ মাস আগে পাঁচবিবি এলাকায় বিয়ে হয়। তিনি কয়েক দিন আগে বাবার বাড়ি বড়তারা গ্রামে আসেন। বাবার বাড়ি থেকে ওই দিন দুপুরে সুরভী স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন।পরে স্বামী ও বাবার সঙ্গে রাগারাগি হয়। কিছুক্ষণ পর ঘরের দরজা বন্ধ দেখে বাবার সন্দেহ হয়। পরে দরজা ভেঙে ঘরের ভেতরে সুরভীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার বাবার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে সুরভীকে উদ্ধার করে জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।ক্ষেতলাল থানার ওসি নিরেন্দ্রনাথ মণ্ডল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মেয়েটি জয়পুরহাট সদর হাসপাতালে মৃত্যু হওয়ায় আমাদের এখানে কোনো অভিযোগ হয়নি।
Development by: webnewsdesign.com