প্রায় ৫০ বছর পর প্রশান্ত মহাসাগরীয় দ্বীপে অভিবাসী দমন নিয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইল নিউজিল্যান্ড। রোববার অকল্যান্ডের টাউনহলে ভরা সমাবেশে ক্ষমা চান দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরদার্ন।
একইসঙ্গে ওই অঞ্চলের শিক্ষার্থীদের ধারাবাহিকভাবে বৃত্তি দেওয়ার ঘোষণাও দেন তিনি। ডন রেড নামে পরিচিত এই অভিবাসন দমনকাণ্ড ঘটে ১৯৭০-এর দশকে।
এ নিয়ে জাসিন্ডা বলেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মানুষ এখনো এ নিয়ে ভুগছে এবং সেই ভয়াবহতা এখনো তাদের কাঁদিয়ে বেড়ায়। নিউজিল্যান্ড হেরাল্ড জানায়, জাসিন্ডার ক্ষমা প্রার্থনার এই অনুষ্ঠানে অংশ নেন কয়েকশ’ মানুষ।
সরকারি কর্মকর্তাদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন ভুক্তভোগী একাধিক পরিবার এবং যারা এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারাও।
Development by: webnewsdesign.com