ক্ষমতা একজনের আছে, পুতিনকে উদ্দেশ্য করে বললেন সুনাক

মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২ | ১:০০ অপরাহ্ণ

ক্ষমতা একজনের আছে, পুতিনকে উদ্দেশ্য করে বললেন সুনাক
ক্ষমতা একজনের আছে, পুতিনকে উদ্দেশ্য করে বললেন সুনাক
apps

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক রাশিয়ার ইউক্রেনে আক্রমণ বিশ্বে যে ভয়ংকর প্রভাব রেখেছে তার রূপরেখা উল্লেখ করেছেন। মঙ্গলবার ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলনে রাশিয়ার যুদ্ধকে তিনি ‘বর্বর’ বলে উল্লেখ করেন।

বিশ্ব নেতাদের উদ্দেশে ঋষি সুনাক বলেন, রাশিয়া ইউক্রেনের জ্বালানি এবং খাদ্য স্থাপনায় হামলা করছে যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এটা বিশ্বের সবচেয়ে দুর্বল মানুষদের ভুক্তভোগী করছে।  ঋষি সুনাক বলেন, আজ যেসব অর্থনৈতিক ইস্যুতে আমাদের বেশি নজর (ফোকাস) দিতে হচ্ছে এগুলোর জন্য মূলত রাশিয়ার কর্মকাণ্ড দায়ী।

পুতিনকে উদ্দেশ্য করে যুক্তরাজ্যের নতুন এই প্রধানমন্ত্রী বলেন, একজন ব্যক্তির এসব কিছু পরিবর্তনের ক্ষমতা আছে। ঋষি বলেন, পুতিন আমাদের সঙ্গে অংশ নেওয়ার সক্ষমতা অনুভব করেননি। তিনি সেটা করলে আমরা সমস্যার সমাধান করতে পারতাম। রাশিয়াকে ইউক্রেনের বাইরে বের করতে পারলে ইউক্রেন সর্বপরি বিশ্বের জন্য এটা ভালো হবে বলেও মন্তব্য করেন তিনি। সূত্র: গার্ডিয়ান

Development by: webnewsdesign.com