ক্রোয়েশিয়ার স্ট্রাইকার ইভান পেরিসিচ করোনায় আক্রান্ত

রবিবার, ২৭ জুন ২০২১ | ৩:৩১ অপরাহ্ণ

ক্রোয়েশিয়ার স্ট্রাইকার ইভান পেরিসিচ করোনায় আক্রান্ত
apps

ক্রোয়েশিয়ার স্ট্রাইকার ইভান পেরিসিচ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে ইউরোর শেষ ষোলোর ম্যাচে স্পেনের বিপক্ষে খেলা হচ্ছে না তার।

রবিবার রাতে কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া-স্পেন। তবে ন্যাশনাল টিমের ক্যাম্পে দলের সর্বশেষ কোভিড-১৯ টেস্টে পজিটিভ হন ইন্টার মিলানের এই তারকা।

পেরিসিচকে এখন ১০ দিনের সেলফ আইসোলেশনে থাকতে হবে। ফলে ক্রোয়াটরা লুইস এনরিকের শিষ্যদের সঙ্গে হেরে গেলে আদতে এখানেই তার ইউরো শেষ হচ্ছে।

Development by: webnewsdesign.com