করোনামুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান। হাসপাতাল থেকে চিকিৎসা শেষে রবিবার (১৮ এপ্রিল) রাতে বাসায় ফিরেছেন তিনি।
গত ১০ এপ্রিল কোভিড টেস্টের পর তার ফলাফল পজিটিভ আসে আকরাম খানের। এরপর বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। তবে অক্সিজেন লেভেল ঠিক থাকলেও হঠাৎ আকরাম খানের শারীরিক জটিলতা বেড়ে যায়।
মূলত কাশি বেড়ে যাওয়ার কারণে হাসপাতালে ভর্তি করা হয় টাইগারদের সাবেক অধিনায়ককে। সেখানে চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেন তিনি। তবে বাসায় ফিরলেও আগামী ৪ দিন আকরাম খানকে সেলফ আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা।
এ প্রসঙ্গে একটি গণমাধ্যমকে আকরাম খান বলেন, আলহামদুলিল্লাহ এখন ভালো অনুভব করছি। তেমন কোনো সমস্যা দেখছি না। কাশিও আল্লাহর রহমতে অনেক কম। রবিবার রাতেই হাসপাতাল থেকে বাড়িতে এসেছি। দ্বিতীয় করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। আমার জন্য দোয়া করবেন।
Development by: webnewsdesign.com