ক্যান্টিনের খাবার চুরির দায়ে চাকরি গেল কোটি টাকা বেতনের ব্যাংকার

বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২০ | ১২:২৩ অপরাহ্ণ

ক্যান্টিনের খাবার চুরির দায়ে চাকরি গেল কোটি টাকা বেতনের ব্যাংকার
apps

লন্ডনের ক্যানারি ওয়ারফে সিটিব্যাংকের ইউরোপীয় প্রধান কার্যালয়ে বড়সর পদেই চাকরি করতেন পারস শাহ নামের এক ভারতীয়। বছরে আয় ছিল তার ৯ কোটি ২০ টাকার মতো।

বিদেশে উচ্চপদস্থ চাকরি করার পরেও ছোটখাট চুরির অভ্যাস ছাড়তে পারেননি তিনি। কাজেই ক্যান্টিন থেকে খাবার চুরির অভিযোগে চাকরিই হারাতে হয়েছে তাকে। সামাজিকমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ার পর আলোড়ন উঠেছে।

 

 

 

 

ফিন্যানসিয়ার টাইমসের খবর মতে, গত জানুয়ারিতেই সিটি ব্যাংকের বন্ড ট্রেডিং বিভাগের অন্যতম এই জ্যেষ্ঠ কর্মকর্তাকে সরিয়ে দেয়া হয়েছে।

ইউরোপে ক্রেডিট ট্রেডারদের সেরা একজন ছিলেন পারস। তার এক সহকর্মীর কথায়, সবাই তাকে পছন্দ করতেন। কাজের জগতে তিনি খুব সফলও ।

এর আগে এইচএসবিসিতে সাত বছর কাটিয়েছেন পারস। তার পর ২০১৭ সালে সিটিগ্রুপে যোগ দেন তিনি। খুব অল্প সময়ের মধ্যে সাফল্যের শিখরে পৌঁছে যান।

 

 

 

 

ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সামনেই সংস্থার জ্যেষ্ঠ কর্মীদের বোনাস পাওয়ার কথা ছিল। তার এক সপ্তাহ আগেই অভিযোগের আঙুল ওঠে পারসের বিরুদ্ধে। সংস্থা থেকে বিতাড়িত হন তিনি।

যদিও এই চুরি তিনি কতবার করেছেন, তা জানা সম্ভব হয়নি। তবে এ বিষয়ে ৩১ বছর বয়সী এই ব্যাংকার কোনো কথা বলতে রাজি হননি।

Development by: webnewsdesign.com