ক্যানসারকে জয় করে শিঘ্রী ফিরে আসব: সঞ্জয় দত্ত

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০ | ১০:৩০ পূর্বাহ্ণ

ক্যানসারকে জয় করে শিঘ্রী ফিরে আসব: সঞ্জয় দত্ত
apps

সঞ্জয় দত্তের গলায় আত্মবিশ্বাসের সুর। ক্যানসারকে হারিয়ে ফিরে আসব অসুস্থতা নিয়ে এই প্রথম কথা বললেন এ বলিউড স্টার।

ইনস্টাগ্রামে চুল কাটার একটি ভিডিও শেয়ার করে ভক্তদের এ আশাবাদ ব্যক্ত করেন সঞ্জয় দত্ত।

সঞ্জয় জানান, খুব শিগগিরই তিনি কাজে ফিরবেন। তিনি বলেন, আমি সঞ্জয় দত্ত। এতদিন পর স্যালুনে এসে বেশ ভাল লাগছে। চুল কাটালাম।

মাথার একদিকে একটি দাগকে দেখিয়ে তিনি বলেন, দেখুন, এটা আমার সম্প্রতি পাওয়া একটি ক্ষত, কিন্তু আমি একে জয় করে ফিরে আসব। খুব তাড়াতাড়ি ক্যানসার সারিয়ে সুস্থ হয়ে উঠব।

Development by: webnewsdesign.com