কোয়ার্টার ফাইনালে বার্সা রিয়াল বেতিসকে উড়িয়ে

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ | ১:৪৮ অপরাহ্ণ

কোয়ার্টার ফাইনালে বার্সা রিয়াল বেতিসকে উড়িয়ে
apps

সাম্প্রতিক ফর্ম বিবেচনায় রীতিমতো উড়ছে বার্সেলোনা। চলতি সপ্তাহেই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে নাকানিচুবানি খাইয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা ঘরে তুলেছে তারা। এবার কোপা দেল রের ম্যাচে রিয়াল বেতিসকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলো কাতালানরা।

বুধবার বেতিসকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বার্সা। আগের ম্যাচে রিয়ালের জালেও ৫ গোল দিয়েছিল তারা, স্প্যানিশ সুপার কাপের সেই ম্যাচটি শেষ হয় ৫-২ ব্যবধানে।

এ দিন ঘরের মাঠে ম্যাচের তৃতীয় মিনিটেই গাভির গোলে লিড পায় বার্সা। গোলে অ্যাসিস্ট করেন মৌসুমজুড়ে দারুণ খেলতে থাকা দানি ওলমো।

২৭তম মিনিটে ব্যবধান ২-০ করেন জুলস কুন্দে। এরপর অফসাইডের কারণে টানা দুবার বার্সেলোনার গোল বাতিল হয়।

দ্বিতীয়ার্ধের ১১তম মিনিটে গোলবঞ্চিত হন লামিন ইয়ামাল। পরের মিনিটেই ব্যবধান বাড়ান রাফিনহা।

৬৭তম মিনিটে বার্সার চতুর্থ গোলটি আসে ফেরান তোরেসের কাছ থেকে। লামিন ইয়ামাল বার্সার হয়ে শেষ গোলটি করেন ৭৫ মিনিটে।

৮৪ মিনিটে নিজেদের একমাত্র গোল পায় বেতিস। এক মিনিট আগে বার্সেলোনার ডি বক্সে রদ্রিগেজ ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি শটে কোনো ভুল করেননি বার্সা থেকে লোনে বেতিসে যাওয়া ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিতর রোকো।

Development by: webnewsdesign.com