কোম্পানীগঞ্জ ঢালারপাড় উচ্চ বিদ্যালয়ে অবৈধ নিয়োগ প্রক্রিয়া: ডিডি বরাবর অভিযোগ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০ | ৮:১২ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জ ঢালারপাড় উচ্চ বিদ্যালয়ে অবৈধ নিয়োগ প্রক্রিয়া: ডিডি বরাবর অভিযোগ
apps

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলাধীন ঢালার পাড় উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরিয়ান ও অফিস সহকারী পদে লোক নিয়োগে স্কুল কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও ঘুষ লেনদেনের অভিযোগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) কৌশিক রঞ্জন মোহন্ত নামে এক দরখাস্তকারী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সিলেট’র আঞ্চলিক উপ-পরিচালক বরাবর সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে একটি লিখিত আবেদন দাখিল করেছেন।আবেদনে সাজানো ,প্রশ্নবিদ্ধ ও অবৈধ নিয়োগ প্রক্রিয়া বাতিলের জন্য আঞ্চলিক উপ-পরিচালকের হস্তক্ষেপ কামনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়। কোম্পানীগন্জ উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা কর্মকর্তাকেও আবেদনের অনুলিপি প্রদান করা হয়।

অভিযোগে বলা হয় দরখাস্তকারী কৌশিক রঞ্জন মোহন্ত বিগত ২৩/০৮/২০২০ইং তারিখে উক্ত প্রতিষ্ঠানে লাইব্রেরিয়ান পদের জন্য আবেদন করেন। একই সাথে ৭৩ জন উক্তপদে এবং ২৫ জন অন্য পদে নিয়োগের জন্য আবেদন পত্র জমা দেন।দরখাস্তকারী অভিযোগে উল্লেখ করেন যে আমি বিশ্বস্ত সূত্রে খবর পাই,বিভিন্ন পদে চাকুরীতে নিয়োগ প্রদানের জন্য গত ০৮ অক্টোবর বৃহস্পতিবার মৌখিক পরীক্ষার সময় নির্ধারন করা হয়েছে। স্কুল কমিটির অন্যান্য সদস্যরা এ পরীক্ষার ব্যাপারে অবগত নন বলে জানা যায়।

অভিযোগে উল্লেখ করা হয় সভাপতি ও প্রধান শিক্ষক মিলে ১০ থেকে ১৫ লক্ষ টাকা ঘুষ লেনদেনের মাধ্যমে নিজেদের লোক নিয়োগের পায়তারা চালাচ্ছেন। এমতাবস্থায় ঘুষ দুর্নীতির মাধ্যমে উক্ত পদ সমূহে অনিয়মতান্ত্রিক উপায়ে লোক নিয়োগ দিলে এলাকায় ব্যাপক দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি হতে পারে।দরখাস্তকারী কৌশিক রঞ্জন মোহন্ত উক্ত অবৈধ নিয়োগ প্রক্রিয়া বাতিল ও বন্ধের জন্য গত ৭অক্টোবর জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

জানা যায়, স্কুলের প্রধান শিক্ষক মোছাঃ বিউটি বেগম স্কুল কমিটির সভাপতি আবু বক্কর সিদ্দিক এর ছোট ভাইয়ের স্ত্রী।তারা (সভাপতি ও প্রধান শিক্ষক) নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে গোপন রেখেছেন। এছাড়া স্কুল কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম,দূর্নীতি, অর্থ আত্মসাৎ ও আর্থিক বিভিন্ন কেলেংকারীর ব্যাপারে বিভাগীয় শিক্ষা উপপরিচালক ও জেলা শিক্ষা অফিসার বরাবর ভূক্তভূগীরা ইতোপূর্বে বিভিন্ন অভিযোগও দিয়েছিল।

উল্লেখ্য, কোম্পানীগঞ্জ উপজেলাধীন ঢালারপাড় উচ্চ বিদ্যালয়ের ১জন লাইব্রেরিয়ান ও ১জন করণিকের শূন্য পদে লোক নিয়োগের জন্য গত ৮ অক্টোবর বৃহস্পতিবার প্রশ্নবিদ্ধ নিয়োগ পরীক্ষা সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। ডিজি’র প্রতিনিধির উপস্থিতিতে সাজানো ও প্রশ্নবিদ্ধ এ নিয়োগ পরীক্ষা সিলেট সরকারী পাইলট বালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত ৪০জন প্রার্থীদের মৌখিক সাক্ষাৎকার নেয়া হয়।

স্কুল কমিটির সভাপতি আবু বকর ছিদ্দিকের সাথে নিয়োগ পরীক্ষা ও প্রার্থী বাছাই সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এখনও নিয়োগ চুড়ান্ত হয়নি। এটা ডিডি’র এখতিয়ার।স্কুল কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতির অভিযোগ ও সাজানো নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে ডিডি বরাবরে জনৈক আবেদনকারীর লিখিত অভিযোগ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, এ ব্যাপারে আমি কিছুই জানিনা।

স্কুলের প্রধান শিক্ষক বিউটি আক্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন নিয়োগের বিষয়টি এখনও চুড়ান্ত হয় নি।

এ ব্যাপারে আঞ্চলিক উপ-পরিচালক (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা,সিলেট) জাহাঙ্গীর আলমের সাথে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্যের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমি লিখিত অভিযোগ পেয়েছি।তদন্তের জন্য আমি দিয়েছি। কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার বদরুজ্জামান এ ধরনের কোন লিখিত অভিযোগ পান নি বলে সিলেটের খবর২৪.কম কে জানান।

Development by: webnewsdesign.com