কোম্পানীগঞ্জে সূচনা প্রকল্পের সহযোগিতা জোরদারকরণ বিষয়ক কর্মশালা

মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২ | ৫:৫৫ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জে সূচনা প্রকল্পের সহযোগিতা জোরদারকরণ বিষয়ক কর্মশালা
apps

সূচনা বাংলাদেশে অপুষ্টির চক্র প্রতিরোধে একটি প্রয়াস “এফসিডিও ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে”এফআইভিডিবি-সূচনা প্রকল্প আয়োজনে (১৫ মার্চ) মঙ্গলবার কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের হল রুমে উপজেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে সহযোগিতা জোরদারকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয় ।

উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে ও জিসিডিও মো: সাজিদ মিয়া এর সঞ্চালনায় সূচনা প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম বর্ণনা পূর্বক শুভেচ্ছা বক্তব্য রাখেন এফআইভিডিবি-সূচনা প্রকল্পের সহকারী প্রকল্প সমন্বয়কারী দাইম আল রহমান চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ শামীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, উপজেলা পরিয়দের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, ইসলামপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর আলম,ইছাকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান, উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার ফয়জুর রহমান, দক্ষিন রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ লুৎফুর রহমান, কনসালন্টেট এনেসথেসিওলোজিস্ট ডাঃ ফাতেহা রেজওয়ানা, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আব্দুল্লাহ আল ইমরান, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিবুন্নাহার বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাকসুদা ইয়াসমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিদ্যুৎ কান্তি দাস, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মন্নান, সমাজসেবা কর্মকর্তা জনি রঞ্জন দে, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মোঃ পারভেজ খান, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোঃ বদিউজাম্মান আহমদ, উপজেলা আইসিটি কর্মকর্তা মোহাম্মদ নাইম হাসান, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক আকবর রেদওয়ান মনা, কার্যনির্বাহী সদস্য আব্দুল জলিল।

থানাসদর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনোজ কান্তি দাস, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার যোদ্ধাহত মুক্তিযোদ্ধা মো:চাঁন মিয়া, সাবেক উপজেলা সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা শফি উদ্দিন রেনু, আরও উপস্থিত ছিলেন, সূচনা প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মো. জালাল উদ্দিন, কমিউনিটি ক্লিনিক প্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সুশীল সমাজ প্রতিনিধি, ইমাম প্রতিনিধি, উপজেলার সূচনা প্রকল্পের ইউসি, মনিটরিং অফিসার, এফ এফ ও সূচনার উপকারভোগীবৃন্দ।

বক্তাগণ সূচনা প্রকল্পের কার্যক্রম নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন। মেয়াদ বৃদ্ধি অথবা এফআইভিডিবির অন্য যেকোন প্রকল্প বাস্তবায়নের জন্য বিশেষভাবে অনুরোধ জানান। উপজেলা নির্বাহী অফিসার উপকারভোগী ও সূচনা স্টাফকে প্রশ্ন করে বিভিন্ন প্রশিক্ষনে পুষ্টি সম্পর্কে টেকনিক্যাল বিষয়ে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা পরিচালনা হয় কিনা জানতে চান। প্রত্তোত্তরে সূচনা কার্যক্রমের সার্বিক বিষয়ে অবহিত হন এবং সন্তোষ্টি প্রকাশ করেন।

Development by: webnewsdesign.com