কোম্পানীগঞ্জে শেখ কামালের ৭৩তম জন্মদিন পালিত

শনিবার, ০৬ আগস্ট ২০২২ | ১০:০৩ পূর্বাহ্ণ

কোম্পানীগঞ্জে শেখ কামালের ৭৩তম জন্মদিন পালিত
apps

সিলেট কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহিদ শেখ কামালের ৭৩ তম জন্মদিন পালিত হয়েছে। দিনটি উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, স্মৃতিচারণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে উপজেলা শহিদ স্মৃতি সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী, উপজেলা মুক্তিযুদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার সফি উদ্দিন রেনু, ইসলামপু পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মোঃ জিয়াদ আলী, উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহ আলম, ইসলামপু পশ্চিম ইউনিয়ন সাধারণ সম্পাদক মোশাহিদ আলী, সহ-সভাপতি হাবিবউল্লাহ জাবেদ, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম, সহসভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।এছাড়া, এ দিন পৃথক পৃথকভাবে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহিদ শেখ কামালের জন্মদিন পালন করেন।

Development by: webnewsdesign.com