মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২ | ৯:৫৮ অপরাহ্ণ
সিলেটের কোম্পানীগঞ্জে ৮২ বোতল ফেন্সিডিলসহ ১জনকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। আজ (১৬ মার্চ) সোমবার সন্ধ্যায় ইসলামপুরপূর্ব ইউনিয়নের চাঁনপুর গ্রামের হৃদয় মিয়ার দোকানের উত্তর দিকে খায়েরগাঁওগামী পাকা রাস্তার উপর থেকে ৮২ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ জবি উল্লা (৩৬), নামের একজন মাদক ব্যবসায়ী কে আটক করে, সে দক্ষিণ ঢালার পারের আব্দুর রহিমের পুত্র।
কোম্পানীগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল ইসলাম জানান থানার উপ-পরিদর্শক এসআই আজিজুর রহমান, এএসআই মোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্সের নেতৃতে গোপন সংবাদের ভিত্তিতে ৮২বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করা হয়।