কোম্পানীগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন আইনের প্রধান আসামী জুলুমবাজ ধর্ষক মিরাজ কে গ্রেফতার করতে সিলেটের পুলিশ সুপার বরাবর লিখিত আবেদন করা হয়েছে। গত ৯ মার্চ ভিকটিমের পিতা কোম্পানীগঞ্জের কাঠালবাড়ী গ্রামের মারফত আলী এ আবেদন করেন।
লিখিত আবেদনে ভিকটিমের পিতা বলেন, বিগত ১৭ অক্টোবর’২০ ইং তারিখে আমার মেয়েকে একা পেয়ে উপজেলার কাঠালবাড়ী গ্রামের সুলতান মিয়ার ছেলে মিরাজ আলী জোরপূর্বক র্ধষন করে।এ ঘটনায় ধর্ষক মিরাজ আলীর বিরুদ্ধে ২০০৩ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন-এর ৯/(১) ধারায় একটি মামলা দায়ের করা হয়।যাহার নম্বর -১৯,তাং-১৯/১০/২০ইং।
আবেদনে বলা হয়, মামলার দায়েরের পর উক্ত ধর্ষক ভিকটিমের পিতাকে হত্যার হুমকি দেয়। এ নিয়ে থানায় জিডিও করা হয়।
ভিকটিমের পরিবারের দাবি, দীর্ঘদিন অতিবাহিত হলেও রহস্যজনকভাবে আসামীকে পুলিশ গ্রেফতার করছে না।ভিকটিমের পিতা জুলুমবাজ ধর্ষক আসামী মিরাজ কে গ্রেফতার করতে পুলিশ সুপার কে জোর দাবী জানান।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমরা আসামীকে গ্রেফতার করতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছি।আসামী পলাতক।খোঁজে পাওয়া যাচ্ছে না।আমাদের চেষ্ঠা অব্যাহত আছে।
Development by: webnewsdesign.com