কোম্পানীগঞ্জে জমি সংক্রান্ত জেরে বৃদ্ধ খুন

বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২ | ৪:২৪ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জে জমি সংক্রান্ত জেরে বৃদ্ধ খুন
apps

সিলেটের কোম্পানীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি উপজেলার শিমুলতলা নোয়াগাঁও গ্রামে ঘটেছে। প্রতিপক্ষের হামলায় নিহত মোশাহিদ আলী (৬২) ইসলামপুর পূর্ব ইউনিয়নের শিমুলতলা নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছেন।স্থানীয় সুত্রে জানা যায়, মোশাহিদ আলী ও প্রতিপক্ষ ফারুক মিয়ার মধ্যে বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল।

বুধবার (১০ আগষ্ট) সকাল ৮টায় মোশাহিদ আলীর গোষ্ঠী ও ফারুক মিয়ার গোষ্ঠীর মধ্যে এই জমি নিয়ে মারামারি হয়। এতে মোশাহিদ আলীসহ তার ভাতিজা ফারুক মিয়া, মওদুদ, হাসান, আব্দুল হান্নান আহত হন।অপর পক্ষের আহত হয়েছে হামিদ মিয়া। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় মোশাহিদ আলী মারা যান। আহত ফারুক মিয়ার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে একজন খুন হয়েছেন।লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি মেডিকেল হাসপাতালের মর্গে রয়েছে।নিহতের পরিবার অভিযোগ দিলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Development by: webnewsdesign.com