বুধবার, ২৭ জুলাই ২০২২ | ৯:২৪ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জ উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ভেড়া বিতরণ করা হয়েছে।সোমবার (২৫ জুলাই) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে চত্বরে এসব ভেড়া বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ লুৎফর রহমানের সভাপতিত্বে ও উপজেলা প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ নাভীদ হাসনাইন এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার ফয়জুর রহমান,কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক আকবর রেদওয়ান মনা, কাজল সিংহ প্রমুখ। ও ছাড়া প্রকল্পের উপকারভোগী ও প্রাণিসম্পদ অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।