বাংলাদেশে আইনের শাসন আছে,যারা অন্যায় করছে তাদের আইনের আওতায় নিয়ে এসে বিচার করা হচ্ছে।কোনো অপরাধী ছাড় পাচ্ছে না।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দ্বায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি সাংবাদিকদের বলেন,যারাই অন্যায় করছে তাদের বিচার হচ্ছে।সে হউক শ্রমিকলীগ,ছাত্রলীগ,যুবলীগ বা অন্যকোনো জনপ্রতিনিধি কেউই আইনের উর্ধ্বে নয়।
মন্ত্রী বৃহস্পতিবার (২৮ জুলাই) মৌলভীবাজারের শ্রীমঙ্গল অলিলা অপালওয়্যার ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।কর্মসংস্থানের জন্য কর্মপরিধি বাড়ানো দরকার,যেখানে কর্মসংস্থান সৃষ্টি সেখানে সরকার সাহায্য সহযোগিতা করবে।তিনি আরও বলেন এই ফ্যাক্টরী চালু হলে অন্তত ১২ শত মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মৌলভীবাজার -হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন,ঢাকা রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক মুহম্মদ হাবিবুর রহমান,সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও জেলা পুলিশ সুপার মুহাম্মদ জাকারিয়া।
উদ্বোধন শেষে অলিলা গ্লাস ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড এর প্রাঙ্গণে অলিলা গ্রুপের চেয়ারম্যান হাসিনা নাহিদ এর সভাপতিত্বে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।উদ্বোধন শেষে অলিলা গ্লাস ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড এর প্রাঙ্গণে অলিলা গ্রুপের চেয়ারম্যান হাসিনা নাহিদ এর সভাপতিত্বে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান,সিলেট ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশ সুপার মোহাম্মদ রওশনুজ্জামান সিদ্দিকীসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Development by: webnewsdesign.com