মেয়াদোর্ত্তীর্ণ চা পাতা রাখা ও হ্যান্ড স্যানিটাইজার তৈরীতে নিম্নমানের রাসায়নিক ব্যবহারের অপরাধে এসিআই বাংলাদেশ লিমিটেডকে ১৭ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় এসিআইয়ের ফ্যাক্টরিতে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, এসিআই তাদের টেটলি চা মেয়াদ বাড়িয়ে বাজারজাত করে আসছিল। পাশাপাশি নিম্নমানের কেমিক্যালে তৈরি হ্যান্ড স্যানিটাইজার উৎপাদনের পর তা বাজারে বিক্রি করা হচ্ছিল। হ্যান্ড স্যানিটাইজার তৈরিতে এ কেমিক্যাল ব্যবহারের কথা নয়।
অভিযানে উপস্থিত ছিলেন গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন।
Development by: webnewsdesign.com