‘মা ব্যাটসম্যান’ ছেলে বোলার..!

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০ | ১১:৩৫ পূর্বাহ্ণ

‘মা ব্যাটসম্যান’ ছেলে বোলার..!
apps

বল ছুঁড়ছে ১১-১২ বছরের ছোট্ট এক শিশু। আপাদমস্তক হিজাব পড়ে এক নারী সিমেন্টের পিচে ব্যাট হাতে দাঁড়িয়েছেন। শিশুটির স্পিনঘূর্ণিতে পরাস্ত হলেন বোরখা পরিহিত নারী। পরে জানা গেল, সেই ব্যাটসম্যান হলেন মা, আর বোলার শিশুটি তারই সন্তান।

অভাবনীয় এমন এক চিত্রই দেখা গেছে রাজধানীর পল্টন মাঠে। অনেকের চোখে অনুপ্রেরণাদায়ক এক ছবিও বটে।

রাজধানীর পল্টন ময়দানে চলছিল বেসবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। সেই ম্যাচ দেখতে হাজির হয়েছেন গুটিকয়েক দর্শকও। তবে সবার চোখ আটকে গেছে পাশের ক্রিকেট পিচে।

জানা যায়, নিজের ১১ বছর বয়সী ছেলে শেখ ইয়ামিন সিনানকে নিয়ে ক্রিকেট একাডেমিতে অনুশীলন করাতে নিয়ে এসেছিলেন তিনি ঝর্ণা আক্তার নামে ওই নারী।

সিনানের মা ঝর্ণা আক্তার জানান, সিনান আরামবাগের আল করিম আন্তর্জাতিক মাদ্রাসার ছাত্র। তিনি কবি নজরুল ক্রিকেট একাডেমিতে প্র্যাকটিস করেন। শুক্রবার বিকেলে ক্রিকেট ক্লাসে যোগ দিতে এসেছিল সে। তবে তার সঙ্গী বা কোচ না আসায় আমার সাথেই অনুশীলন শুরু করে সিনান।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ছবিটি শেয়ার করছেন। ছবির ক্যাপশনে তারা লিখেছেন, একজন নারী যে সব পারে এই ছবিই সেটি প্রমান করে। সন্তানের স্বপ্ন পূরণে নিজেই মাঠে নেমেছেন। এমন মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।

Development by: webnewsdesign.com