কেরানীগঞ্জ এলাকায় শিশু গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪

শুক্রবার, ২০ আগস্ট ২০২১ | ৪:৩১ অপরাহ্ণ

কেরানীগঞ্জ এলাকায় শিশু গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪
apps

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় শিশু গণধর্ষণের ঘটনায় জড়িত ৪ ধর্ষককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (২০ আগস্ট) র‌্যাবের গণমাধ্যম শাখার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। র‌্যাব জঙ্গি, সন্ত্রাসবাদ ও মাদকের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি প্রতারণা ও ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ দমন করে ভুক্তভোগী নিরীহ জনসাধারণের ভরসাস্থল হয়ে উঠেছে র‌্যাব।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৯ আগস্ট) আনুমানিক বিকেল সাড়ে ৪টা থেকে রাতটা পৌনে ১০টা পর্যন্ত র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল এলাকায় অভিযান পরিচালনা করে ৪ গণধর্ষণকারীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলো মো. শুভ (১৯), মো. ইসমাইল ওরফে কুট্টি (২২), মো. মুন্না (২১) এবং মো. আখের খান (১৯) বলে জানা যায়। এ সময় তাদের নিকট থেকে ৩টি মোবাইল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গত ১৯ আগস্ট ৪টায় ঘটনার মূলহোতা ধর্ষক মো. শুভ (১৯) পূর্বপরিকল্পনা মোতাবেক ভিকটিমকে (১৩) প্রেমের ফাঁদে ফেলে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল আবাসিক এলাকায় নিয়ে যায়। সেখানে পূর্বপরিকল্পনা মোতাবেক শুভর ৪ বন্ধু মো. ইসমাইল ওরফে কুট্টি, মো. মুন্না, মো. আখের খান, মো. রাকিব ভিকটিমকে ঝিলমিল আবাসিক প্রকল্পের জঙ্গলে জোরপূর্বক নিয়ে যায়। ধর্ষণকারীরা ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। একপর্যায়ে ভিকটিম অসুস্থ হয়ে পড়লে ধর্ষণকারীরা নানা প্রকার ভয়ভীতি প্রদর্শন করে অসুস্থ অবস্থায় ভিকটিমকে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকদের সহায়তায় ভিকটিমের আত্মীয়স্বজনরা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যায়।

ঘটনার সংবাদ প্রাপ্তির পর অধিনায়ক র‌্যাব-১০-এর নির্দেশে একটি আভিযানিক দল ধর্ষণকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করে এবং ঘটনার মাত্র ৬ ঘণ্টার মধ্যে ৪ ধর্ষককে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে।

Development by: webnewsdesign.com