কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় অনুমোদহীন ৫টি অবৈধ সীসা (ভাট্রি) কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে সিলগালা করেছেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট (ভূমি অফিসার) কামরুল হাসান সোহেল।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালতের অভিজান পরিচালনা করা হয়। এসময় অনুমোদহীন অবৈদ ৫টি সীসা গলানোর কারখানা সিলগালা করা হয়। পাঁচ জনকে তিনদিন করে কারাদণ্ড প্রদান করেন।
আটককৃতরা শ্রমিকরা হলো- মো. মিজানুর রহমান (৩৯), জাকির হোসেন (৪০), নুরআলম (৩৪), নিজাম (৩৮), বিকাশ চন্দ্র (৪০)।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান বলেন, পবিবেশের ছাড়পত্র না থাকায় ৫টি অবৈধ করখানা সিলগাল করে বন্ধা করা হয়েছে। আমরা পর্যায়ক্রমে চিহ্নিত করে সকল প্রকার অবৈধ কারখানা বন্ধ করার জন্য অভিযান অব্যাহত রাখব। আজ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে পাঁচ কারখানার তত্ত্বাবধায়নে থাকা ৫ জনকে তিনদিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
Development by: webnewsdesign.com