কেন ব্রাজিল দল সমর্থন করেন অপু বিশ্বাস

সোমবার, ১৪ নভেম্বর ২০২২ | ৬:২৩ অপরাহ্ণ

কেন ব্রাজিল দল সমর্থন করেন অপু বিশ্বাস
কেন ব্রাজিল দল সমর্থন করেন অপু বিশ্বাস
apps

টি-টোয়েন্টি বিশ্বকাপের চার-ছক্কার নেশা কাটতে না কাটতেই গোলোৎসবে মাতবেন ক্রীড়ামোদিরা। ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর এক সপ্তাহও বাকি নেই। যে কারণে প্রিয় দলের জার্সি, পতাকা কেনার হিড়িক চলছে এখন। বাংলাদেশে অবশ্য ফুটপ্রেমীদের ৮০ শতাংশই আর্জেন্টিনা, ব্রাজিল, মেসি আর নেইমারকে নিয়ে ব্যস্ত। তেমন ফুটবল জ্বরে ভুগছেন ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাসও।

তিনি জানালেন, পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সাপোর্টার তিনি। তাই আর সব ফুটবল ফ্যানদেরও ব্রাজিল সমর্থন করতে অনুরোধ করলেন তিনি।
আগেও ব্রাজিল দল করতেন, তবে সেটা না বুঝে। এখন তিনি ফুটবল খেলাটা বেশ বুঝেন, তাই ব্রাজিলই তার সেরা দল বলে জানালেন অপু।

সম্প্রতি মানিকগঞ্জে নিজের প্রথম প্রযোজিত সিনেমা ‘লাল শাড়ি’ শুটিং সেটে সাংবাদিকদের মুখোমুখি হন অপু বিশ্বাস। সিনেমার বাইরে কথা উঠে কাতার বিশ্বকাপ নিয়ে। সে সময় অপু বিশ্বাস ব্যাখ্যা করলেন ঠিক কি কারণে ব্রাজিল দলের সমর্থক তিনি।

এ নায়িকা বলেন, ‘ফুটবল খেলা যারা পছন্দ করেন এবং বোঝেন তারা ব্রাজিলকে সাপোর্ট করবেন। ব্রাজিলের খেলোয়াড়দের খেলায় আলাদা একটা ছন্দ আছে, যা অন্য দলের ক্ষেত্রে আমি অনুভব করি না। তাই আমি ব্রাজিলের সাপোর্টার। আগে না বুঝেই সাপোর্ট করতাম এখন বুঝে সাপোর্ট করি।’

Development by: webnewsdesign.com