কৃষ্ণাঙ্গ নিহতের প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্র

রবিবার, ০৩ জুলাই ২০২২ | ৫:৫৬ অপরাহ্ণ

কৃষ্ণাঙ্গ নিহতের প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্র
apps

আবারও পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নিহতের প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্র। দেশটির ওহাইয়োতে বিক্ষোভ করেছেন সাধারণ মানুষ। এ ঘটনার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ বিচার দাবি করেছেন তারা।মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে-র খবরে বলা হয়, ওহাইয়ো অঙ্গরাজ্যের অ্যাক্রন শহরে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। গত সপ্তাহে পুলিশের গুলিতে নিহত হন জেল্যান্ড ওয়াকার নামে ২৫ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ যুবক। এতে ক্ষুব্ধ হয়ে বারবার কেন কৃষ্ণাঙ্গরা পুলিশি হত্যাকাণ্ডের শিকার হচ্ছে তার জবাব চেয়ে শুরু হয় বিক্ষোভ।

বিক্ষোভকারীরা বলেন, ‘আমাদের একটাই দাবি, যারা ওয়াকারকে হত্যা করেছে তাদের সবার সাজা হোক।আমরা জড়িতদের মৃত্যুদণ্ড চাই। আমাদের ভাই (জেল্যান্ড ওয়াকার) আর কোনোদিন ফিরে আসবে না। কিন্তু যারা ওকে হত্যা করেছে, তারাও যেন আর কোনোদিন বাড়ি ফিরতে না পারে।’পুলিশের দাবি, ওয়াকার ট্রাফিক আইন অমান্য করায় তাকে থামতে বলা হয়। কিন্তু না থেমে সে চলে যেতে শুরু করলে সন্দেহজনক মনে হয় পুলিশের। তাদের লক্ষ্য করে ওয়াকার গুলি ছোড়ে বলেও দাবি কর্তব্যরত পুলিশের। হুমকি মনে হওয়ায় পুলিশ গুলি চালালে মৃত্যু হয় ওয়াকারের।২০২০ সালে পুলিশি নির্যাতনে জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর এটিই যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নিহতের প্রথম ঘটনা।এদিকে যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের একটি আবাসিক এলাকায় ওয়ারেন্ট দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন তিন পুলিশ সদস্য।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, বৃহস্পতিবার (৩০ জুন) এক ব্যক্তিকে ওয়ারেন্ট দিতে গিয়েছিলেন পুলিশ সদস্যরা। তাদের দেখে একটি রাইফেল থেকে এলোপাতাড়ি গুলি ছোড়েন ওই ব্যক্তি। এতে ঘটনাস্থলেই নিহত হন তিন পুলিশ সদস্য। আহত হন আরও পাঁচজন।অ্যাপালাচিয়ার পাহাড়ের ছোট শহর অ্যালেনের একটি বাড়িতে এ ঘটনার কয়েক ঘণ্টা পর ৪৯ বছর বয়সী ল্যান্স স্টর্জকে হেফাজতে নেয় পুলিশ।ফ্লয়েড কাউন্টি শেরিফ জন হান্ট শুক্রবার (১ জুলাই) বিকেলে সাংবাদিকদের বলেন, রেসপন্ডিং কর্মকর্তারা যখন ঘটনাস্থলে পৌঁছান তখন তারা পুরোপুরি এক ‘নরকের’ মুখোমুখি হন।

Development by: webnewsdesign.com