কৃষি বান্ধব নেতা ছিলেন পল্লীবন্ধু এরশাদ: জাপা নেতা আলী সরকার

মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারি ২০২১ | ৬:২৪ অপরাহ্ণ

কৃষি বান্ধব নেতা ছিলেন পল্লীবন্ধু এরশাদ: জাপা নেতা আলী সরকার
apps

দৈনিক বাংলাদেশ মিডিয়া পত্রিকার প্রধান সম্পাদক, মা কোম্পানীর চেয়ারম্যান ও জাতীয় পার্টির অন্যতম নেতা মো: আলী হোসেন সরকার বলেছেন, পল্লীবন্ধু হোসেইন মুহাম্মদ এরশাদ ছিলেন একজন কৃষি বান্ধব নেতা। তাই উনার নাম পল্লী বন্ধু হিসেবে স্বীকৃতী পায়। হোসেইন মুহাম্মদ এরশাদ রাজনীতি করেছেন দেশের মানুষের শান্তি সৃঙ্খলার জন্য। ৬৮ হাজার গ্রাম বাংলার মানুষদের নিয়েই ছিল পল্লী বন্ধুর স্বপ্ন।

গতকাল মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় সুনামগঞ্জের শাল্লা উপজেলার ইসলামপুর মেদাবাজারে শাল্লা উপজেলা জাতীয় পার্টি ও তার অঙ্গ-সংগঠনের আয়োজনে সংবর্ধনা ও বিশাল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

শাল্লা উপজেলার জাতীয় পার্টির সভাপতি এইচ.এম দুন্দল চৌধুরীর সভাপতিত্বে ও শাল্লা উপজেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কালীপদ রায়ের পরিচালনায় সংবর্ধনা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, আজমেরীগঞ্জ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম মাষ্টার, হবিবপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সাবুদ্দিন মিয়া, উটিয়াকান্দি ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুল কাদির, বীর মুক্তিযোদ্ধা জয় কুমার বৈষ্ণব, প্রবীণ মুরব্বী বাচ্চু মিয়া মেম্বার, শাল্লা বাহারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার ওবায়দুল হক, মেদাবাজার ব্যবসায়ী বাজার সমিতির সভাপতি বিষ্ণুপদ বৈষ্ণব ও ইউসুফ আলী মেম্বার।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দিরাই-শাল্লা উপজেলা জাতীয় পার্টি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় মুরব্বীবৃন্দ, দিরাই-শাল্লা বিভিন্ন ইউনিয় ও ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ।

জাতীয় পার্টির অন্যতম নেতা আলী হোসেন সরকার উপস্থিতির উদ্দেশ্যে আরো বলেন, জাকাত তহবিল ও জাকাত বোর্ড গঠন ও ২ কোটি টাকা বরাদ্দ দিয়ে হিন্দু ধর্মকল্যাণ ট্রাষ্ট করেছিলেন এই পল্লী বন্ধু এরশাদ। বাংলাদেশের বেকার যুবকদের বিদেশে চাকরির সুযোগ বাড়িয়ে দিয়েছিলেন এরশাদ।

তিনি ইসলাম ধর্মের উদ্দেশ্যে বলেন, এ দেশে রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষনা করেছিলেন আমাদের নেতা পল্লী বন্ধু। ১৯৮৮ সালে দেশ যখন বন্যায় প্লাবিত তখন আমাদের নেতা এরশাদ বুক সমান পানিতে নেমে এ দেশের মানুষের মাঝে ত্রান বিতরণ করেছিলেন।
আলহাজ¦ হোসেইন মুহাম্মদ এরশাদ এর আত্মার মাগফেরাত কামনা করে জাপা নেতা আলী হোসেন সরকার সবার কাছে পল্লী     বন্ধু মাগফেরাতের জন্য দোয়া কামনা করেন।

তিনি বলেন, আগামীতে সুনামগঞ্জ ২ আসনে আমি জাতীয় পার্টি থেকে সংসদ নির্বাচনে অংশ গ্রহন করবো বলে আশা করছি। আমি তো এই শাল্লারই ছেলে আমি আমার দিরাই-শাল্লার জন্য কিছু করতে চাই বলেই রাজনিতীতে যোগদান করেছি। আপনাদের সবার দোয়া ও সহোযোগীতা আমার একান্ত প্রয়োজন।

তিনি বক্তব্যের শেষ প্রান্তে এসে এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, বিশৃংঙ্খলা ও কোন বেআইনী কাজ না করে মিলেমিশে এলাকায় কাজ করার জন্য সকলকে আহবান জানান।

এর আগে মঙ্গলবার সকালে তিনি সিলেট থেকে একটি হেলিকপ্টার যোগে শাল্লা উপজেলার সংবর্ধনা ও আলোচনা সভাস্থলে পৌছান। তখন তাকে জাতীয় পার্টি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের লোকজন ফুলেল শুভেচ্ছা দিয়ে তাকে বরণ করে নেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন স্থানীয় হাফিজ আব্দুল বাসিত। অনুষ্ঠান শেষে শাল্লা উপজেলার জাতীয় পার্টির সভাপতি এইচ.এম দুন্দল চৌধুরী সভাপতির বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

বাংলাদেশ মিডিয়া/এসআরসি-০৯

Development by: webnewsdesign.com