কুয়াকাটা সৈকতের ঝাউবন পয়েন্টে একটি মৃত গলাপঁচা ডলফিন ভেসে এসেছে। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা এটি দেখতে পায়। প্রায় ৬ ফুট দীর্ঘ এ ডলফিনটির কারণে দূর্গন্ধ ছড়াচ্ছে সৈকতে। কয়েকদিন আগে এটি মারা গেছে বলে ধারনা করছেন কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য মোঃ জুয়েল।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, খবর পেয়ে তাঁদের সদস্যরা বনবিভাগের সহায়তায় ডলফিনটিকে মাটি চাপা দেয়ার ব্যবস্থা করেছে। আজকের ডলফিনটি নিয়ে এ বছরে মৃত ও জীবিত ১৩টি ডলফিন কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে বলে এই পরিবেশ কর্মী জানান। বনবিভাগ মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, মৃত পঁচা ডলফিনটিকে মাটিচাপা দেয়ার ব্যবস্থা করেছেন।
Development by: webnewsdesign.com