পটুয়াখালীর সমুদ্র সৈকত কুয়াকাটায় নৌকা ডুবি, পৌর পিতা নির্বাচিত হলেন স্বতন্ত্র প্রার্থী আনোয়ার। প্রশাসনের কঠোর নজরদারীতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে সাগরকন্যা খ্যাত কুয়াকাটা পৌরসভা নির্বাচনের ভোট গ্রহন শুরু হয়। প্রথমবারের মতো ইভিএমে ভোট দেন ভোটারর। তীব্র শীতকে উপেক্ষা করে আনন্দ মুখর পরিবেশে ভোট কেন্দ্রে উপস্থিত থেকে ভোট প্রদান করেন ভোটাররা। পৌরসভায় মোট ভোটার ছিল ৮ হাজার ১ শত ২২ জন।
এর মধ্যে ইভিএমে ৬ হাজার ১৫ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। হিসেবে অনুযায়ী শতকরা ৭৫ ভাগ ভোটার ভোট দিয়েছেন।এতে জগ মার্কার স্বতন্ত্র মেয়র প্রার্থী মোঃ আনোয়ার হোসেন হাওলাদার ৩ হাজার ৩ শত ৩৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
অপরদিকে আওয়ামী লীগমনোনীত নৌকা মার্কার প্রার্থী ২ হাজার ৬ শত ৮০ ভোট পেয়েছেন।নৌকা মার্কার প্রার্থী আব্দুল বারেক মোল্লাকে ৬ শত ৪৯ ভোটের ব্যবধানেহারিয়ে জগ মার্কার স্বতন্ত্র আনোয়ার হোসেন হাওলাদার বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আব্দুর রশিদ জানিয়েছেন।
সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরামহীনভাবেবিকেল ৪ টা পর্যন্ত চলে। ৯ টি ভোট কেন্দ্রে ৩৬ টি বুথে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দিয়েছেন বলে ভোটারদের অভিমত ছিলো। এমন ভোটের আয়োজন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি তারা কৃতজ্ঞতা জানিয়েছেন।
Development by: webnewsdesign.com