কুড়িগ্রামে ৫ শতাধিক শীতার্ত দু:স্থ মানুষদের শীত নিবারণে কম্বল উপহার দেয়া হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টায় দিকে কুড়িগ্রাম প্রেসকাব চত্বরে প্রেসকাব-এর উদ্যোগে এসব কম্বল উপহার বিতরণ করা হয়।
কুড়িগ্রাম প্রেসকাবের সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম উন্নয়ন ফোরামের আহবায়ক খ.ম আতাউর রহমান বিপ্লব-এর ফেসবুক পোস্ট এ “কুড়িগ্রামের শীতে কাতর মানুষদের সহায়তায় সকলে এগিয়ে আসুন” সাংবাদিক নেতার এই মানবিক নিবেদনে সাড়া দিয়ে ৫ শতাধিক অসহায় ও দু:স্থ মানুষের জন্য গরম কাপড় হিসেবে কম্বল এর ব্যবস্থা করে দিলেন পাবনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খাঁন।
কুড়িগ্রাম প্রেসকাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু’র সভাপতিত্বে কম্বল বিতরণে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াছমিন, প্রেসকাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, সাংবাদিক এবি সিদ্দিক, হুমায়ূন কবির সুর্য, রেজাউল করিম রেজা, বাদশা সৈকত, ওয়াহিদুজ্জামান তুহিন, শাহিন আহমেদ, গোলাম মাসুদ, মিজানুর রহমান মিন্টু, ফিরোজ আলম মনু প্রমুখ। এসময় বক্তারা উদ্যোক্তা খ.ম আতাউর রহমান বিপ্লব ও সহায়তাকারী পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খাঁনকে ধন্যবাদ জানান।
Development by: webnewsdesign.com