কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইদুর মারার বিষ খেয়ে তিন সন্তানের জনক মজিবর রহমান (৪০) নামের এক ব্যক্তি আত্ম হত্যা করেছেন।
ঘটনাটি ঘটেছে, উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাইক ডাঙ্গা গ্রামে। তিনি ওই গ্রামের দীন উদ্দিনের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, তিন সন্তান ও স্ত্রীর ভরন-পোষন করতে হিমশিম খাচ্ছিল মজিবর। সংসার নানা টানাপোড়নের মধ্য দিয়ে চলছিল। বিভিন্ন কারণে পরিবারের সাথে তার মনোমালিন্য তৈরি হয়।
স্থানীয়রা জানায়, পরিবারে স্বামী-স্ত্রীর কলহ চলছিল। এই কলহের জের ধরে এক পর্যায়ে সে সবার অগোচরে ইদুর মারার সাদ্দাম গ্যাস নামক বিষের ট্যাবলেট খেয়ে নিজ বাড়ীতে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে মঙ্গলবার রাতে দ্রুত ভুরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয় ।
এ ব্যাপারে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। সে মেডিকেলেই মারা গেছে এবং মেডিকেল থেকে মতামত দিয়েছে যে বিষ পানে তার মৃত্যু হয়েছে।
Development by: webnewsdesign.com