কুড়িগ্রামে বীর প্রতীক আব্দুল হাই গণগ্রস্থাগারের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে জেলা সদরের মুক্তারাম এলাকায় এ বীর প্রতীকের বাসভবনে গণগ্রন্থাগারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মন্জু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল হাসান, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, দুপ্রক এর সভাপতি সামিউল হক নান্টু, দৈনিক কুড়িগ্রাম খবর সম্পাদক এসএম ছানালাল বকসীসহ বীর প্রতীক আব্দুল হাই সরকার। আরো উপস্থিত ছিলেন, প্রেস ক্লাব সভাপতি রাজু মোস্তাফিজ, সাংবাদিক, শফি খান, শ্যামল ভৌমিক, আহসান হাবীব নীলু, হুমায়ুন কবীর সুর্য প্রমুখ। আলোচনা শেষে জেলা প্রশাসক ও ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক দুলাল বোস গণগ্রন্থাগারে মুক্তিযুদ্ধ ভিত্তিক শতাধিক বই উপহার দেন।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, এ গ্রন্থাগারের মাধ্যমে প্রত্যন্ত গ্রামের মানুষ মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর চেতনায় উজ্জীবিত হবে।
Development by: webnewsdesign.com