কুড়িগ্রামে বিড়ি কারখানায় এক শ্রমিক যুবককে ছুরিকাঘাতে হত্যা

মঙ্গলবার, ৩১ মে ২০২২ | ৫:০৯ অপরাহ্ণ

কুড়িগ্রামে বিড়ি কারখানায় এক শ্রমিক যুবককে ছুরিকাঘাতে হত্যা
apps

কুড়িগ্রামে পৌর শহরের জলিল বিড়ি কারখানায় মাঈদুল ইসলাম বাপ্পি (২২) নামের এক বিড়ি শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে খোকন ইসলাম (২২) এর বিরুদ্ধে।

নিহত বাপ্পি পৌর শহরের মাটিকাটা মোড় এলাকার খাদেম আলীর ছেলে। সে কুড়িগ্রাম মজিদা আর্দশ ডিগ্রি কলেজের অনার্সপ্রথম বর্ষের ছাত্র।

সোমবার বিকেলে পুরাতন শহরের জলিল বিড়ি ফ্যাক্টরির ভিতরে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, নিহত মাঈদুল ইসলাম বাপ্পি ও খোকন ইসলাম (২২) দু-জনে জলিল বিড়ি নামের একটি ফ্যাক্টরিতে দিন মজুরেরকাজ করেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু-জনের মধ্যে ঝগড়া লাগে।

এক পর্যায়ে খোকন নিহত মাঈদুলকে ছুরি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অভিযুক্ত খোকন ইসলাম (২২) একইএলাকার মাটিকাটা মোড়ের মৃত বোবা নজিরের ছেলে।

ঘটনার পরপরই কৌশলে পালিয়ে যায় খোকন ইসলাম।এদিকে, খবর পেয়ে পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে হত্যাকান্ডের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Development by: webnewsdesign.com