কুড়িগ্রামে বিষপানে অজ্ঞাত বৃদ্ধের আত্মহত্যা

বৃহস্পতিবার, ১৯ আগস্ট ২০২১ | ৬:০৫ অপরাহ্ণ

কুড়িগ্রামে বিষপানে অজ্ঞাত বৃদ্ধের আত্মহত্যা
apps

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিষপানে পয়ষট্টি উর্দ্ধ বয়সী অজ্ঞাত এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা শহরের ভূমি অফিস সংলগ্ন কাচারী মাঠ প্রাঙ্গনে।

অজ্ঞাত ওই বৃদ্ধের নাম পরিচয় এখনো জানা যায়নি। এতথ্য জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা এরশাদুল হক।

তিনি জানান, বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে অজ্ঞাত ব্যক্তিকে উপজেলা শহরের ভূমি অফিস সংলগ্ন কাচারী মাঠে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে অটোরিকশা যোগে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

তিনি আরও জানান, অজ্ঞাত ওই বৃদ্ধের মুখে ও শরীরে বিষের দুর্গন্ধ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, বিষ পানেই তিনি আত্মহত্যা করেছেন। লাশটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখনও ঐ মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

Development by: webnewsdesign.com