কুড়িগ্রামে পেট্রোল পরিমাপে কারচুপির অপরাধে একটি পাম্পে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম।রোববার দুপুরে ভোক্তা অধিকারের বাজার অভিযানে কুড়িগ্রাম বাস স্ট্যান্ডে অবস্থিত সোনামণি পেট্রোল পাম্পের পরিমাপে কারচুপির অভিযোগ পাওয়া যায়।
প্রতি ৫ লিটারে ২৬০ মিলিলিটার করে কম পেট্রোল বিক্রি হয় পাম্পটিতে অভিযানে বিষয়টি ধরা পড়ে। এসময় পরিমাপে কারচুপির অপরাধে পাম্পের মালিক আবুল কালাম আজাদকে প্রশাসনিক ব্যবস্থায় ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসময় কুড়িগ্রামের আরও কয়েকটি পাম্পে অভিযান পরিচালনা করে তেলের পরিমাপ সঠিক পান ভোক্তা অধিকার।এ বিষয়ে জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, পেট্রোল পরিমাপে কম দেয়ার অপরাধে সোনামণি পেট্রোল পাম্পে জরিমানা করা হয়। এবং এ অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।এসময় বাজার অভিযানে সহযোগিতা করেন কৃষি বিপণন অধিদপ্তরের মাঠ ও বাজার পরিদর্শক নাসির উদ্দীন ও সদর থানা পুলিশের সদস্যরা।
Development by: webnewsdesign.com