কুড়িগ্রামে পল্লী পদক্ষেপ সংস্থার উদ্যোগে বন্যার্ত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

শনিবার, ২৫ জুন ২০২২ | ১১:৩৩ পূর্বাহ্ণ

কুড়িগ্রামে পল্লী পদক্ষেপ সংস্থার উদ্যোগে বন্যার্ত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
apps

কুড়িগ্রামে সার্বিক বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হলেও এখনো বন্যার পানিতে তলিয়ে রয়েছে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের ঘর-বাড়ি। এবারে জেলার ৫০টি ইউনিয়নের ২শ ৮৫টি গ্রাম প্লাবিত হয়। সরকারী হিসেবে পানিবন্দি হয় সোয়া লাখ মানুষ। দীর্ঘ সময় ধরে পানিবন্দি থাকায় এসব মানুষজন যখন শুকনো খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকটে ঠিক সেই সময় বন্যা দুর্গতদের পাশে দাড়িয়েছে পল্লী পদক্ষেপ সংস্থা।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কুড়িগ্রাম পল্লী পদক্ষেপ সংস্থার উদ্যোগে বন্যার্ত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হযেছে।
কুড়িগ্রাম সদরের মোগলবাসা ইউনিয়নের চর সিতাইঝাড় গ্রামের এসব বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে ১কেজি মুড়ি, ৫০০গ্রাম চিড়া, ৫০০গ্রাম গুড়, মোমবাতি ও ম্যাচ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পল্লী পদক্ষেপ সংস্থার সভাপতি ও পল্লী স্বাস্থ্য সেবা কেন্দ্রের পরিচালক শহিদুল ইসলাম শিমুল সহ সংস্থার অন্যান্য সদস্যগণ।

উল্লেখ্য, দীর্ঘদিন থেকে সংস্থাটি বন্যার্তদের পাশে দাড়ানো, বৃক্ষ রোপন কর্মসূচি, বাল্যবিয়ে প্রতিরোধ সহ নানা ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Development by: webnewsdesign.com